লকডাউনে সেবা দিচ্ছে ‘পাঠাও’

৫ এপ্রিল, ২০২১ ২১:০৭  
দেশজুড়ে এক সপ্তাহের লকডাউনে আগের মতোই গ্রাহকরা, পাঠাও অ্যাপের মাধ্যমে ‘ফুড’, ‘পার্সেল’, ‘কুরিয়ার’, ‘শপ’, ‘টং’, ‘ফার্মা’ ও অন্যান্য সেবা নিরবিচ্ছিন্নভাবে পাবেন। তাই লকডাউনের এই সময় ঘরে বসেই পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে, কেনাকাটায় অথবা প্রিয়জনের কাছে পার্সেল পাঠাতে আগের মতোই ব্যবহার করুন পাঠাও অ্যাপ। ‘পাঠাও’ সবসময় প্ল্যাটফর্মের ব্যবহারকারী ও সেবাপ্রদানকারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে করোনাকালীন স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে ‘পাঠাও’ এর সেবাপ্রদানকারীদের যথাযথ প্রশিক্ষণ দেয়া হয়েছে। গ্রাহকদের যেকোনো সেবা প্রদানকালে তারা মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি সকল স্বাস্থ্য সুরক্ষার বিধি মেনে চলছেন। পণ্য ডেলিভারির ক্ষেত্রে কোভিড-১৯ সতর্কতাবিধি মেনে চলাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। করোনা মহামারির এই সংকটে দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’ সকলের সাথে মিলে পরিস্থিতি মোকাবিলাতে বদ্ধ পরিকর।